উন্নয়নের অদম্য অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর সারথী ছিল পুলিশ এবং এলিট ফোর্স র্যাব – নবনিযুক্ত র্যাব-মহাপরিচালক
উন্নয়নের পূর্বশর্ত হল আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা এমন মন্তব্য করে নবনিযুক্ত র্যাব-মহাপরিচালক ব্যারিস্টার হারুণ-অর-রশিদ বলেছেন, উন্নয়নের অদম্য অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর সারথী ছিল পুলিশ এবং এলিট ফোর্স র্যাব।
মাদক জঙ্গী ও সন্ত্রাস দমন, জলদস্যু বনদস্যু নির্মূল করা, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও জন-নিরাপত্তা রক্ষা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এই র্যাবের রয়েছে গৌরবজ্জ্বল ঐতিহ্য।
বুধবার বিকেল ৩টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে র্যাব-মহাপরিচালক আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি শোষণহীন দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার।
আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, তিনি ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা ইতিহাসের একটি নিষ্ঠুর জঘন্যতম বর্বরতার শিকার হয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সেই সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা নিন্ম আয়ের দেশ থেকে মধ্যমা আয়ের দেশে রূপান্তরিত হয়েছি।
গত এক দশকে আমাদের যে আর্থিক উন্নয়ন ঘটেছে, এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে। তার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে একটা উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
সাবেক র্যাব-মহাপরিচালক বেনজীর আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে র্যাব-মহাপরিচালক আরও বলেন, আপনারা বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন। কোন ফোর্স কোন ব্যক্তির দায় নিবেনা। কেউ যদি ভুলত্রুটি করে থাকে, তার জন্য ফোর্স দায়ী নয় – এটা ব্যক্তিগত দায়। একজন ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্ত্তি নষ্ট হওয়ার কোন বিষয় নেই।
এর আগে নবনিযুক্ত র্যাব-মহাপরিচালক ব্যারিস্টার হারুণ-অর-রশিদ টুঙ্গীপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টে শাহাদাৎবরণকারী, মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী এবং র্যাবের দায়িত্বে রত অবস্থায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় অতিরিক্ত মহাপরিচালকসহ র্যাবের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
========