মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুমিসেবা সপ্তাহ পালিত
মুন্সীগঞ্জ শ্রীনগরে ভুমিসেবা সপ্তাহ-২০২৪ জনসচেতনামুলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে।
ভূমি ব্যবস্থাপনা নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের হতে হবে স্মার্ট।ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় শ্রীনগর সহকারী কমিশনার (ভুমি) কার্যালয় সামনে থেকে জনসচেতনামুলক একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ভুমি অফিসের সামনে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন,শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারেফ হোসাইন।এছাড়াও উপস্থিত ছিলেন, সার্টিফিকেট পেশকার মোঃ মহসিন মিয়া,সার্টিফিকেট সহকারী,নাসির উদ্দিন,কাম-সহকারী নাসির উদ্দিন,সার্ভেয়ার মনিরুল ইসলাম অফিস সহকারী আলমগীর হাওলাদার,
চেইনম্যান বিপ্লব মিয়া,লাবু চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী আলামিন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন রতন,পূজা উদযাপন কমিটির সদস্য কাজল দাস প্রমুখ।