গাজীপুরে কারখানা ভাংচুর ও মহাসড়ক অবরোধের প্রতিবাদে বি এন পি’র অবস্থান কর্মসূচি পালিত
৩ সেপ্টেম্বর গাজীপুরের বিভিন্ন কারখানা ভাংচুর ও মহাসড়ক অবরোধের প্রতিবাদে গাজীপুর মহানগর বি এন পি’র অবস্থান কর্মসূচি পালন করেন। টংগী পশ্চিম থানার ৪৪ নং ওয়ার্ডের উদ্যোগে বিসিক মোড়ে, মহানগরের গাছা থানার উদ্যোগে মালেকের বাড়িতে, বাসন থানার উদ্যোগে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানসনের সামনে ও শালনার রোডের ইউটা ফ্যাশনের সামনে। এসকল অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এন পি’র গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক, গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান এর ছেলে মনজুরুল করিম রনি
তিনি বলেন : আওয়ামীগ ক্ষমতা হারিয়ে আজ পাগল হয়ে যাচ্ছে তারা এ সরকার কে অস্থিতিশীল করার জন্য নানা তালবাহানা খুঁজছে, ইতিমধ্যে তারা আনসার হয়ে সচিবালয় ঘেরাও করছে, রিকশাচালক হয়ে শাহবাগে অবস্থান করছে, এখন তারা শ্রমিক হয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য পায়তারা করছে, এর পিছনে আওয়ামী লীগের পেতাত্ত্বারা কাজ করছে, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতা, দেশপ্রেমিক সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সাধারণ পুলিশ কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ।
আজ গাজীপুর মহানগর বি এন পি’ দেশনায়ক তারেক জিয়া’র নেতৃত্বে ঐক্যবদ্ধ, তারেক জিয়া’র নির্দেশে মহানগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আজ কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা শুনেছি মালেকের বাড়িতে ঘটতে ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে প্রতিহত করা হয়েছে।
তিনি আরো বলেন আমরা এ সরকারকে সময় দিতে চাই, এই সরকার নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে যে সময় লাগে আমরা সরকার কে সহযোগিতা করবো। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা সুরুজ আলী, কাউন্সিল হান্নান মিয়া হান্নু, কাউন্সিল হাসান আজমল ভূইয়া, সাবেক কাউন্সিল তানভীর হোসেন, কাউন্সিল শাহীন আলম, বাসন মেট্রো থানার সভাপতি তানভীর সিরাজ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম মোল্লা, বিএনপি সদর মেট্রো থানার সভাপতি এড: মেহেদী হাসান এলিছ, সাধারণত সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সিনিয়র সহ-সভাপতি এমএ খালেক আকন্দ, সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, যুবদল সভাপতি মাহমুদ হাসান রাজু, ছাত্র দল সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম।
৪৪ নং ওয়ার্ড সভাপতি জাবেদ সরকার সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টংগী পশ্চিম থানার যুবদলের যুগ্ম আহবায়ক বেনজির আহমেদ, ৪৪ নং ওয়ার্ড যুবদলের আহবাক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ ইউছুফ, প্রচার সম্পাদক রুপক শেখ, বিএনপি নেতা গালিব, নাজমুল আলম, কামরুল হাসান,আলমগীর হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।