মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোদ

মানিকগঞ্জ / ২০ সময়
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোদ । ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জে সাধারণ শিক্ষার্থীসহ অভিভাবকরা ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় অবস্থান নিয়েছেন।

রোববার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জেলার বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়।

তবে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে থেকে প্রতিবাদ করছেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অভিভাবকরাও মহাসড়কে অবস্থা নিয়েছেন। মহাসড়ক অবরোধ থাকায় যানবাহন চলাচল বন্ধ থাকলেও জরুরি সেবায় নিয়োজিত সব ধরনের গাড়ি চলাচল করতে দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

মানিকগঞ্জে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশরাফুল ইসলাম রাজু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ে আন্দোলন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত খবর
এক ক্লিকে বিভাগের খবর